এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৬ আগস্ট ২০২১ সোমবার যশোরের চৌগাছায় সকাল ৭ টা ৩০ মিনিটের দিকে চৌগাছা উপজেলার সিংহ ঝুলী গ্রামের হাজী মোঃ আলীর ছেলে হাদিউজ্জামানের বাসার সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, চৌগাছার দক্ষিণ কয়রাপাড়া এলাকার মধু দাস (৪৫), ও মধুর ছেলে সাগর দাস (৩০)।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সবুজ, আমাদের এ প্রতিনিধিকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়েছি উপজেলার সিংহ ঝুলি গ্রামের মোঃ আলীর ছেলে হাদিউজ্জামানের বাসায় সেপটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা ও ছেলের ২ জনের মৃত্যু হয়েছে। সেফটি ট্যাংকের ভিতর জ্ঞান হারিয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তারা দ্রুত সেখানে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতলে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় ২টি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে বলে তিনি জানান।