এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৩ আগস্ট ২০২১ সোমবার যশোর-নড়াইল সড়কে বাঘারপাড়ার দাতপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় রুস্তম আলী (৫২), নামে ১ জন চালক নিহত হয়েছেন। রুস্তম আলী, বাঘারপাড়া উপজেলার বহরামপুর গ্রামের মৃত সোহরাব মোল্লার, ছেলে বলে জানা যায়। তবে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন বাসের যাত্রী আহত হয়েছেন।
বাস যাত্রীদের আহতদের মধ্যে ৪ জনকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও বাকি ৬ জনকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে যশোর-কালনা রুটের বাস চালক রুস্তম আলী, যশোর থেকে বাস চালিয়ে নড়াইলে উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাঘারপাড়ার দাতপুরে পৌঁছলে বাসের একটি চাকা ব্লাস্ট হয়। এতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এই সময় চালকসহ ১০ জন গুরুতর আহত হন পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় বাসচালক রুস্তমকে, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ আহম্মেদ তারেক শামস, আমাদের এ প্রতিনিধিকে বলেন, হাসপাতালে আনার আগেই বাস চালক রুস্তম আলী মারা যান। বাকি বাসের যাত্রীরা আশঙ্কামুক্ত।