এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৫ আগস্ট ২০২১ বুধবার দুপুরের দিকে বেনাপোল বন্দরে ৯নং গেট থেকে ভারতীয় ওষুধের চালানটি আটক করা হয়। তবে এ সময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানা গেছে। ভারত থেকে বৈধ পণ্যের ভিতরে আনা হলো ভারতীয় অবৈধ ওষুধ পণ্যর চালান, থ্রিপিসের কাগজে থাকলেও ভারত থেকে আমদানিকৃত পণ্যর ভিতরে পাওয়া যায়, ভারত থেকে আনা অবৈধ ওষুধ। এ ঘটনায় কাভার্ডভ্যান যার নাম্বার ঢাকা মেট্রো ন-১৩-৬৪০৮, আটক করেছে কাষ্টমসের আইআরএম সদর টিমের সদস্যরা
কাস্টম সূত্রে জানা যায়, কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার এসএম শামীমুর রহমান, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, একটি কাভার্ডভ্যান বিপুল পরিমাণ ঔষধ নিয়ে ৯নং গেট এলাকায় অবস্থান করছে। এমন গোপন খবরে সেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান টি আটক করা হয়। পরবর্তীতে কাভার্ডভ্যান থেকে ১০ প্যাকেজ কাগজপত্র বিহীন অনুমান ৩০ (লক্ষ) টাকার থ্রি-পিস, ক্রিম, তিনটি দেশী কোম্পানি SKF, ACI, beacon pharma ও ভারতের কোম্পানির কোভিড ১৯, এর ঔষধ পাওয়া যায়। কাভার্ডভ্যান ও উদ্ধারকৃত পণ্য কাস্টমস হেফাজতে রয়েছে বলে জানান।