এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার আনুমানিক রাত ৮ টার দিকে যশোরের শার্শা উপজেলার শুড়ারঘোপ গ্রামে নিজ ৬ বছরের শিশু কন্যা সন্তান আখি মনিকে বিষ খাইয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছে সুমি খাতুন (২৫), নামে এক গৃহবধূ মা।
কামরুজ্জামান, মৃত সুমির মামা আমাদের এ প্রতিনিধিকে জানান, গত ৫ বছর আগে সুমির সাথে স্বামীর ছাড়াছাড়ি হয়ে যায়। ৬ বছরের শিশু কন্যা আখি মনিকে নিয়ে সে বাপের বাড়িতে চলে আসেন। বর্তমানে বাপের বাড়িতে বসবাস করেন। সম্প্রতি পিতা মিজানুর রহমান, মেয়ে সুমিকে বিয়ে দেয়ার জন্য চেষ্টা করছেন। এর মধ্যে একটি বিয়ের কথাও পাকা করেছে তার পরিবার। সুমি বিয়ের পরও মেয়েকে নিজের কাছে রাখতে চায়। কিন্তু যেখানে বিয়ে ঠিক হয়েছে, তারা শুধু সুমিকে স্বামীর বাড়িতে নিয়ে যেতে চান। মেয়ে থাকবে সুমির বাপের বাড়িতে। এ নিয়ে সুমি আপত্তি করেন, মেয়েকে নিজের সাথে বিয়ের পর স্বামীর বাড়িতে না রাখতে দিলে সে বিয়ে করবে না এই মর্মে বলেন। এ ঘটনায় সুমি ও তার পিতার মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে জানা গেছে।
১৭ আগস্ট মঙ্গলবার রাত ৭ টার দিকে সুমি তার মেয়ে আখি মনিকে কীটনাশক পান করিয়ে হত্যা করে। এরপর নিজেও কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন কীটনাশক পান করার খবর টের পেয়ে তাদের উদ্ধার করে সর্বপ্রথম যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেন, এবং তাদের মৃত্যু ঘোষণা করেন।