এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৩০ আগস্ট ২০২১ সোমবার আনুমানিক ভোর ৫ টার দিকে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া চঞ্চলের বাড়ীর ভাড়াটিয়া আরিনা বেগম (৭০) নামে একজন আলোচিত নারী মাদক ব্যবসায়ীর কক্ষে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও নগদ ৮ (শত) টাকাসহ তাকে আটক করে, কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা। আটক আরিনা বেগম ওই এলাকার মৃত্যু সেকান্দার আলীর স্ত্রী বলে জানা যায়।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম আমাদের এ প্রতিনিধিকে জানান, আটককৃত আরিনা বেগম ওই এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য ব্যবসা করে আসছে। এর আগেও সে অনেকবার মাদকদ্রব্য নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে। পরে জেল থেকে জামিন পেয়ে সে পুনরায় আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া চঞ্চলের বাড়ির ভাড়াটিয়া আরিনা বেগমের কক্ষে মাদকদ্রব্য রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় গাঁজা বিক্রি ৮ (শত) টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।