এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
মঙ্গলবার দুপুরে যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে, আরোও ১২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ৫ জুন সোমবার দুপুর থেকে আজ ৬ জুন মঙ্গলবার দুপুর পর্যন্ত ১২ জনের মৃত্যু। বেলা ১২ টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানা যায়। এরা সবাই যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস ইউনিটে করোন ভাইরাস সংক্রমণ রোগের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে।
এর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বাকিরা সবাই করোনা ভাইরাস সংক্রমণ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬ জন।
যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডাঃ আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আবাসিক মেডিকেল অফিসার আরোও বলেন, যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ৫ জুন মঙ্গলবার মোট ভর্তি আছেন ১৩৬ জন এবং ইয়েলো জোনে ভর্তি আছেন ৯৯ জন।
অপর দিকে, ৬ জুন মঙ্গলবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৪৬৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেয়া হয়েছে। নমুনা পরীক্ষা করে ফলাফল আসে আরোও ১৭৪ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ পাওয়া যায়।