এস এম খলিলুর রহমান, যশোর ব্যুরো চীফঃ
বৃহস্পতিবার যশোরে করোনা ভাইরাস সংক্রমণ রোগ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় সারা বাংলাদেশের ন্যায় কঠোর বিধি নিষেধ প্রতিপালন হয়। সরকারি প্রজ্ঞাপন জারিকৃত অনুযায়ী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত লকডাউন। আজ সকাল থেকে শুরু হয় কঠোর বিধি-নিষেধ লকডাউনের প্রথম দিন। করোনা ভাইরাস সংক্রমণ রোগ ঠেকাতে সর্বসাধারণকে কঠোর ভাবে ঘরে রাখতে প্রতিপালনে সারা বাংলাদেশে সকাল থেকেই যৌথ ভাবে মাঠে আছে যৌথ বাহিনী। যশোর জেলা প্রশাসন ও যশোর জেলা পুলিশ। সকাল ১০ টায় সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে যশোর জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতিতে সর্বসাধারণকে ঘরে রাখতে এবং স্বাস্থ্য বিধি মানাতে সমগ্র জেলায় যৌথ বাহিনী টহল চালানো হয়। যৌথ বাহিনীর টহলের শুরুতেই যশোর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলন করা হয়। এ সময় যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয়, সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ও যশোর ৫৫ পদাতিক ডিভিশনের সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল জনাব তানভীর হাসান মহোদয় বক্তব্য প্রদান করেন।
যশোর জেলা পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা কিন্তু ইতোমধ্যেই যশোর জেলা লকডাউনের মাঝে আছি। অনেক আগে থেকেই করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সর্বসাধারণকে স্বাস্থ্য বিধি মানাতে যশোর জেলা প্রশাসন ও আমরা জেলা পুলিশ মাঠে আছি। নিবার্হী ম্যাজিস্ট্রেট, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্বেচ্ছা সেবক টিমের সদস্যদের নিয়ে আমরা যশোর জেলা পুলিশ একত্রিত হয়ে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কাজ করে চলেছি।
আমাদের ৬০টি পুলিশি চেকপোস্ট, ৫০টি মোবাইল কোট সহ নিবার্হী ম্যাজিস্ট্রেট এর সাথে যশোর জেলা পুলিশ একত্রে কাজ করে যাচ্ছে।জেলায় করোনা ভাইরাস সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায়। আমাদের যশোর জেলার সাথে যতগুলো সীমান্তবর্তী চেকপোস্ট আছে সব কয়টি বন্ধ করে দেওয়া হয়েছে তবে জরুরি পরিসেবা ব্যতিত।
১ জুলাই থেকে আমাদের সাথে নতুন করে যুক্ত হচ্ছে সেনাবাহিনী ও বিজিবি’র ১০টি করে টহল পার্টি। সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নে আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে। যদি কেউ অযথা ঘরের বাহিরে ঘোরা-ফেরা করে তবে তার বিরুদ্ধে প্রজ্ঞাপন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা এমন পরিস্থিতির মোকাবেলা করতে চাইনা। আমরা চাই সরকার তথা মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সকলে কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলুক। তিনি সকলকে আহবান করে বলেন, আসুন আমরা সকলে আরো বেশি স্বাস্থ্য বিধি মেনে চলি এবং অপরকে মানতে উদ্যোগ করি।
একই সাথে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রজ্ঞাপনে জারিকৃত আর্দেশ বাস্তবায়নে কোন প্রকার আইনের ব্যর্থতা ঘটবেনা।
এ সময় আরো উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।