এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
১৪ জুলাই ২০২১ বুধবার বিকেল ৫ টার সময় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী “শহীদ” দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক হওয়ার ১ দিন পর ছাড়া পেয়ে আবারও বেপরিয়া হয়ে উঠেছে। মাদক সম্রাট শহীদ, গ্যাং এর বিচারের দাবীতে নরেন্দ্রপুর এলাকায় বিশাল মানববন্ধন।
নরেন্দ্রপুর ইউনিয়ান এলাকা বাসীর অভিযোগ গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে “শহিদ” হোসেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী। গত ৯ জুলাই শুক্রবার বিকেলে শহিদ হোসেন তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ নরেন্দ্রপুর কচাঁতলা নামক স্থানে ত্রাস সৃষ্টির লক্ষে মহড়া দিচ্ছিল। এমন সময় স্থানীয় জনতা নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে ছুটে আসেন, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এএসআই মোঃ আজাদ হোসেন, ও তার সঙ্গীয় ফোর্সসহ ছুটে আসেন কচাতলা নামক ঘটনা স্থলে। এবং ঘটনা স্থল থেকে ২ টি দেশীয় ধারালো অস্ত্র (রামদার) সহ মাদক ব্যবসায়ী শহিদকে হাতেনাতে আটক করেন, নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্র ব্যবসায়ী শহীদের আটকের খবর শুনে এলাকাবাসী মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
এলাকাবাসীর অভিযোগ শহিদ নরেন্দ্রপুরে মাদকের মাধ্যমে যুবসমাজ, ও ছাত্রদের মাঝে মাদক ছড়িয়ে দিয়ে, যুব সমাজ ধ্বংস করছে। শহীদের অত্যাচার ও নির্যাতনের কারণে অতিষ্ঠ ছিল, এলাকার সকল পেশার মানুষ। নরেন্দ্রপুর ইউনিয়নে বিভিন্ন মহলে সমালোচনা ঝড় শোনা যায়, কি করে সম্ভব যে ব্যক্তি অস্ত্রসহ পুলিশের হাতে আটক হওয়ার, ১ দিন পরে ফিরে আসে কিভাবে আদৌ এটাকি সম্ভব দেশে কি আইনকানুন নেই কিভাবে সম্ভব জানতে চাই, শহীদের খুটির জোর কোথায় কিসের প্রভাব খাটিয়ে বাহিরে আসার ব্যাপক তোলপাড় এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে। স্থানীয় একাধিক গণ্যমান্য ব্যক্তিরা জানান, এই শহীদ কিছুদিন পূর্বে মাদকসহ পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার কারণে বেশ কিছু ব্যক্তির উপর ক্ষিপ্ত হয়। তখন না হয় আদালত থেকে জামিনে বেরিয়ে আসে, পুনরায় আবার এসে কচাঁতলায় প্রকাশ্যে বেশ কিছু লোকজন নিয়ে নিয়ে অস্ত্রসহ মহড়া দিতে থাকে। এলাকাবাসীর ধারনা করছে ওইসব ব্যক্তিদের শিক্ষা দেওয়ার জন্য প্রকাশ্য অস্ত্রসহ পরিকল্পিত ভাবে মহড়া দিতে থাকে প্রতিনিয়ত। তাদের উপর অপরিকল্পিত ভাবে হামলা করার আগেই পুলিশ সংবাদ পেয়ে শহিদকে আটক করে। প্রতিনিয়ত শহীদ, গ্যাং অপরাধ মূলক কর্মকাণ্ড করে পার পেয়ে যাচ্ছে। কি ভাবে সম্ভব নরেন্দ্রপুর এলাকার সুশীল সমাজ ব্যক্তিদের মনে প্রশ্ন ?? চিহ্নিত এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে বিচারের দাবি এলাকার সচেতন মহল। এই নিয়ে ১৪ জুলাই বুধবার বিকেল ৫ টার সময় স্থানীয় নরেন্দ্রপুর কচাঁতলা নামক স্থানে হিন্দু-মুসলিম একত্রে হয়ে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনের আওয়াতায় এনে বিচারের দাবিতে মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে উপস্থিত ছিলেন, নরেন্দ্রপুর ইউপি সদস্য সুজিত বিশ্বাস, (সাবেক) ইউপি সদস্য মোঃ আমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রাজু আহমেদ, রাজুসহ উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। নরেন্দ্রপুর ইউনিয়ন এলাকাবাসী নিরুপায় হয়ে গত ৭ জুলাই শতাধিক ব্যক্তির গণ স্বাক্ষরিত ১ টি অভিযোগ দায়ের করেন, যশোর কোতয়ালি মডেল থানায়। এ ছাড়াও ওই এলাকার মোঃ ফারুক হোসেন, নামক ১ জন ব্যাক্তিকে হুমকি দেওয়ায় সে বাদি হয়ে, শহিদ সহ ৫/৬ জনকে অজ্ঞাত করে ১ টি জিডিও করেন। যাহার নং ৩০৬, তারিখ ৭ জুলাই ২০২১ ইংরেজি সাল। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন, নরেন্দ্রপুর ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার জোর দাবি জানান এলাকাবাসী। তা না হলে যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।