মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
রাজশাহীর বাগমারায় পুকুর খননের সময় ৭০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তির পাওয়া গেছে।
রোববার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নরদাশপুর গ্রামের একটি সরকারি পুকুর খননকালে মূর্তিটির সন্ধান মিলে।বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক হোসেন বলেন, নরদাস ডিগ্রি কলেজের পাশে একটি পুকুরে প্রায় দেড় মাস ধরে সংস্কার কাজ চলছে। অন্যান্য দিনের মতো রোববারও পুকুর থেকে বালু ও পানি উত্তোলনের কাজ চলছিল।
রাধাকৃষ্ণের একটি মূর্তি পান শ্রমিকরা
পুকুরের খননকালিন সময়। খবরটি ছড়িয়ে পড়লে নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল ঘটনাটি পুলিশকে অবগত করেন। পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।
তিনি আরও বলেন, দুই ফুট উচ্চতা ও এক ফুট প্রস্থের মূর্তিটির ওজন প্রায় ৭০ কেজি। মূর্তিটি আদালতের মাধ্যমে পাহাড়পুর যাদুঘরে হস্তান্তর করা হবে।