মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
র্যাব-৫ রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ জুলাই ২০২১ ইং তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন গোদারপাড়া মাদ্রাসাতুল উল্মিশ শারইয়্যাহ্ এর সামনে নওগাঁ টু বগুড়া হাইওয়ে রোডের উপর অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, গাঁজা-১৮ (আঠারো) কেজি, মোবাইল -০১ (এক) টি, সীম কার্ড- ০২ (দুই) টি, মেমোরীকার্ড- ০১ (এক) টি, মাদক বহনের ব্যাগ – ০২ (দুই) (একটি ট্রাভেল ব্যাগ ও একটি ট্রলি ব্যাগ) সহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ আব্দুল হাকিম মন্ডল (৪৩), পিতা-মৃত আলাউদ্দিন মন্ডল, সাং-আরচা (শিমুলতলী), ইউপি- বালুভরা, থানা- বদলগাছি, জেলা- নওগাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-৫ কে তথ্য দিয়ে সহায়তা করুন,মাদক-মুক্ত সমাজ গড়ুন।