মাহাবুব আলম, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আসাদুল হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট সোমবার দুপুরে রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যসহ এলাকাবাসি অংশ নেন। আসাদুল হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ইয়াসিন আলী, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, ওয়ার্কাস পার্টির পীরগঞ্জ উপজেলা সভাপতি আবু জাহিদ জুয়েল, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম মোল্লা, নারী নেত্রী কাজী সোনিয়া প্রমুখ। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন ।
প্রসংগত গত ৪ আগস্ট রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বীরহলি গুড়িয়াপাড়া গ্রামের জুমার উদ্দীনের ছেলে আসাদুলকে জবাই করে হত্যার পর লাশ পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার পকম্বা গ্রামের একটি ব্রীজের পাশে ধান ক্ষেতে ফেলে রাখে খুনিরা। এ ঘটনায় থানায় হত্যা মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।