মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৪ সেপ্টেম্বর দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার,পাট বীজ,পেঁয়াজ বীজ ও অর্থ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এদিন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম,এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা কর্মচারি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক ও কৃষকরা উপস্থিত ছিলেন। এসময় স্বাগত বক্তব্য দেন কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
উল্লেখ্য এ কর্মসূচির আওতায় মোট ১৮০ জন কৃষকে ২০ কেজি ডিএপি ২০ কেজি এমওপি সার এবং ৫০০ গ্রাম সুতলি ১৫০ বর্গমিটার পলেথিন ১ কেজি পেঁয়াজ বীজ দেওয়া হয় ।২০ জন কৃষককে ৫০০ গ্রাম নাবী পাট বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি ইউরিয়া ১০ কেজি সার প্রদান করা হয় । এছাড়াও পরিচর্যা বাবদ পেঁয়াজ চাষীদের এককালীন প্রতি জনকে মোবাইল বিকাশের মাধ্যমে ২৮০০ টাকা এবং নাবী পাট চাষিদের ২৬৩০ টাকা প্রদান করা হবে ।