স্টাফ রিপোর্টার ; মোঃ ইকবাল মোরশেদ:
সোমবার শত-সহস্র ব্যস্ততাকে উপেক্ষা করে কুমিল্লা ৯ নির্বাচনী এলাকার অএ এলাকার সর্বস্তরের নেতাকর্মী ও অসহায় মানুষের নয়নমনি মাননীয় মন্ত্রী তাজুল ইসলামের লাকসাম পৌড়সভায় আগমন এবং লাকসাম পৌড়সভায় এক মতবিনিময় সভা অনুষ্ঠীত হয়।
উত্ত সভায় মন্ত্রী বক্তব্যে জনগনকে উদ্দেশ্যে করে বলেন সারাক্ষণ দেশের কাজে ব্যাস্ত থেকেও আমার নিজের এলাকার কথা ভুলতে পারিনা তাই অতি ব্যাস্তোতার মাজে আমি,
রাষ্ট্রীয় কাজের ফাঁকে সুযোগ করে দেরি না করে আপনাদের সাথে দেখা ও সর্বস্তরের জনগনকে দেখতে চলে আসি।
লাকসাম-মনোহরগঞ্জের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীর প্রতি গভীর ভালোবাসার টানে নিজ এলাকায় এসে (লাকসাম-মনোহরগঞ্জ) সর্বস্তরের মানুষের প্রতি দিকনির্দেশনা ও ভালোবাসা আদান-প্রদান করে জান,
আমাদের প্রাণপ্রিয় অভিভাবক মাননীয় এলজিআরডি মন্ত্রী জননেতা এমপি তাজুল ইসলাম এমপি মহোদয়।
প্রিয় অভিভাবকের আগমন উপলক্ষে লাকসাম পৌরসভা ৪ নং ওয়ার্ড আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে মাননীয় মন্ত্রী মহোদয় কে স্বাগত জানান এবং
লাকসাম পৌড়সভায় তাৎক্ষণিক সকল উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেন।
পরিশেষে নিজ জন্মস্থান মনোহরগঞ্জ উপজেলার পোমগাও গিয়ে ওদের সাথে এলাকার সর্বস্তরের সাথে মতবিনিময় সভা করে ঢাকার উদ্দেশ্যে চলে যান