মো:শাহিন,(রূপগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলায় করোনার দ্বিতীয় গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ জুলাই মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান আরা খাতুন এ কর্মসূচির উদ্বোধন করেন। এখানে ৭হাজার ৭শত ৪০ জনকে দ্বিতীয় দফার প্রথম ডোজ প্রস্তুত রয়েছে। । চায়না থেকে আমদানিকৃত সিনোফার্মের এ টিকার প্রথম ডোজ গতকাল ২শতাধিক নারী পুরুষকে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মশিউর রহমান, ডা. আক্তার জাহান, ডা. আশিক সালাউদ্দিন, স্বাস্থ্য সহকারী মাকসুদুল হাসান মতিন, আব্দুল মালেক সজিব, শুভ্রত আচার্য, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন প্রমুখ।