মো:শাহিন,(রূপগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কলাতলী এলাকার পল্লী চিকিৎসক নাঈম মিয়ার (২৩) ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করে ইমন ও তার সন্ত্রাসীবাহিনী। পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ জুন সোমবার রাতে ইমন, ইমরান, রোমান, ইমন ও খোরশেদ সহ ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী রাম দা, কুড়াল, চাপাতি, ছোরা, লোহার রড সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে নাঈম মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান নাঈম ডেইরী ফিড ও মেডিসিন কর্নারে হামলা ও ভাংচুর করে। পরে নাঈম মিয়া ও তার চাচা রনি (৩২) বাধা দিতে গেলে তাদের এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। এসময় প্রতিষ্ঠান থেকে নগদ ২ লক্ষ টাকা ও ২ টি মোবাইল সেট লুট করে সন্ত্রাসীরা। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে নাঈম মিয়া বাদী হয়ে ইমন (২৪), রোমান (২৪), হানিফ (২৮), খোরশেদ (২২), ইমন (২৫), ইমরান (২৪), হাসান (২৫) ও তারিকুল (২২) সহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।