রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের
মর্তুজাবাদ গ্রামের আক্কাছ আলীর বাড়ির নৈশপ্রহরী
মোহসিন মিয়ার (৪৫) বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। সে ঐ
এলাকার মৃত আমির উদ্দিন প্রধানের ছেলে।
মোহসিন মিয়া দীর্ঘদিন ধরে আক্কাছ আলীর বাড়ির
নৈশপ্রহরীর দায়িত্বের পাশাপাশি গৃহস্থালীর কাজকর্ম করে
আসছিলো। বৃহস্পতিবার ২৯ জুলাই দুপুরে বাড়ির
পরিস্কার পরিছন্ন ও পরিচর্যার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়।
পরে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আক্কাছ আলীসহ তার বাড়ির
লোকজন পালিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে
প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ইউডি মামলা
হয়েছে।