রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো চৌধুরীপাড়া বায়তুল আল জামে মসজিদের বারান্দা থেকে পুলিশ ১৭ সেপ্টেম্বর শুক্রবার শরীফ মিয়া (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে। সে বিরাবো খালপাড় গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে।
শরীফ মিয়ার বড় বোন জেসমিন আক্তার বলেন, গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কাঞ্চনের চৌধুরীপাড়া বড় বোনের বাড়িতে যাওয়ার কথা বলে শরীফ মিয়া বাড়ি থেকে বের হয়। এছাড়া বিভিন্ন জুয়া খেলায় সে আসক্ত ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
রূপগঞ্জের ভোলাবো পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক জানান, পূর্ব শত্রæতার জের ধরে দুর্বৃত্তরা শরীফ মিয়ার মাথা থেতলে ও শ্বাসরোধে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।