মো:শাহিন, (রূপগঞ্জ) প্রতিনিধিঃ
রূপগঞ্জে ১৩ মামলার সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনিছুর রহমান ভুঁইয়াকে র্যাব-১১ এর সহায়তায় গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ । গত ২ জুলাই শুক্রবার রাতে তারাবো পৌরসভার বরপা এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিছুর রহমান ভুঁইয়া বরপা এলাকার মৃত আমির আলী ভুঁইয়ার ছেলে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বলেন, আনিছুর রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে ১৩ টি মামলা রয়েছে। সে মামলাগুলোতে তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে আদালত। সাজা প্রদানের পর থেকে সে পলাতক রয়েছেন। শুক্রবার রাতে গোপনসংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।