মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ-
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার ১ জন দূধর্ষ পলাতক আসামী গ্রেফতার করেছে।
গত (৩ সেপ্টেম্বর) শুক্রবার বিকেল ০৫:০০ ঘটিকার সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার মামলা নং-২৩, তারিখঃ-২৯/০৬/২০২১ ধারা-৩০২/৩৪ পেনাল কোড এর ১ জন দূধর্ষ পলাতক আসামীকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন নলশিয়া গ্রামস্থ আসামীর শশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত এজাহার নামীয় পলাতক আসামী মোঃ মাহমুদুল শেখ (২২), পিতা-মেজবার শেখ, সাং-বেতুয়া পুর্বপাড়া, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান,এ তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন
এ ধরণের পলাতক আসামী গ্রেফতার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।
র্যাব-১২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।