রাজু আহম্মেদ।।
র্যাব-৫ রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গত ২৫ জুলাই ২০২১ ইং তারিখ রাত ১১.৩০ ঘটিকা হইতে ২৬ জুলাই রাত ১২.৩০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন ইশ্বরপারা গ্রামস্থ সিরাজিপুর চৌরাস্তার মোড় এলাকায় একটি অস্ত্রধারী সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, হাসুয়া-০৪ টি, চাকু- ০৫ টি, চাপাতি- ০১টি, ক্ষুর- ০২টি, মোবাইল- ০৪ টি, সীমকার্ড-০৮টি, মোমেরীকার্ড- ০২টি, এবং নগদ টাকা-৩৯৩০/- টাকাসহ পাকা বাহিনীর নেতা ১। মোঃ আনিছুর রহমান আনিছ (৪০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- বিলমারিয়া সহ পাকা বাহিনীর সদস্য ২। মোঃ রাসেল আহমেদ (২৩), পিতা- মোঃ ফজলুর রহমান, সাং- নওপাড়া, ৩। মোঃ হাসিবুল ইসলাম (১৯), পিতা- মোঃ আমির প্রামানিক, ৪। মোঃ আহমেদ সজল (২১), পিতা- মোঃ নাজিম উদ্দিন, উভয় সাং- বিলমারিয়া, সর্ব থানা- লালপুর, জেলা- নাটোরগণদের আটক করতে সক্ষম হয়। ধৃত সন্ত্রাসীদ্বের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন।
সন্ত্রাস-মুক্ত সমাজ গড়ুন।