রাজু আহম্মেদ।।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল গত ১২ আগষ্ট ২০২১ ইং তারিখ সন্ধ্যা ০৬:৩০ ঘটিকা হতে রাত ০৮:৩০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, মোবাইল -১৪ টি, সিমকার্ড-৩২ টি, মেমোরীকার্ড-০২ টি, নগদ ৪,৮২,৩২২/- টাকা সহ আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (২৪), পিতা- মৃত আবুল হোসেন, ২। মোঃ শান্ত হক (২৩), পিতা- মোঃ আলী আশরাফ, উভয় সাং- ভানুকর, ৩। মোঃ সুরমান আলী (৪০), পিতা- মৃত খেলাফত মন্ডল, সাং-মোহদীপুর, সর্ব থানা বাঘা ও জেলা- রাজশাহীগণকে আটক করে। ধৃত অসাধু ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন
সু-শৃঙ্খল সমাজ গড়ুন।