মোঃ মোজাম্মেল হোসেন বাবু
রাজশাহীঃ
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ০৩ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ০৫.৩০ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন শাহাবাজপুর গ্রামস্থ জনৈক জাহিরুল ইসলাম চাঁন হাজীর আমবাগানের দক্ষিণ পার্শ্বে পুঠিয়া টু শাহাবাজপুর বাজারগামী পাঁকা রাস্তার উপর অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, ০১ কেজি ৩৫০ গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকা) এবং আসামী মোঃ আশরাফুল ইসলাম কালু (২৭), পিতা-মোঃ মসলেম মন্ডল, মাতা-মোছাঃ ফেরদৌসী বেগম, সাং-ঝলমলিয়া (ঘোষপাড়া), থানা-পুঠিয়া, জেলা-রাজশাহীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
র্যাব-কে তথ্য দিয়ে সহায়তা করুন মাদক মুক্ত সমাজ গড়ুন।