মোঃ মোজাম্মেল হোসেন বাবু জেলা ব্যুরো রাজশাহীঃ
রাজশাহীতে র্যাব অভিযান চালিয়ে ৪৯০ বোতল দেশী মদসহ মোঃ জনি (৩২) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জনি রাজশহীর বাজে কাজলা এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে। গত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কতিপয় মাদক ব্যবসায়ী ০১ টি ইজিবাইক যোগে বস্তাভর্তি চোলাইমদসহ রাজশাহী ট্রাক টার্মিনালের দিক হইতে দক্ষিণ নওদাপাড়া বটতলা মোড়ের দিকে আসিতেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় গোয়েন্দা টিম অবস্থান নেয়। একই তারিখ রাত্রী ২২.৩০ ঘটিকার সময় রাজশাহী ট্রাক টার্মিনাল এর দিক হইতে ০১ টি সবুজ রংয়ের ব্যাটারী চালিত ইজিবাইক ঘটনাস্থলে আসিলে থামানোর সংকেত দেওয়ামাত্র র্যাবের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে চালকসহ ইজিবাইকটি আটক করা হয় এবং তল্লাশী করিয়া উপরোক্ত চোলাইমদ উদ্ধার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ২৪(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
র্যাবের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।