স্টাফ রিপোর্টার :মোঃ ইকবাল মোরশেদ:
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লাকসাম জংশন ১ নং প্লাটফর্মের একটু দোকান ঘরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে বেচে গেলেন জংশন নামক লাকসাম রেলওয়ে স্টেশনটি।
লাকসাম জংশনের ১ নং প্লাটফর্মে অবস্থিত সিরাজ মিয়া ক্যাটার্শ এন্ড রেস্টুরেন্টের ভিতরে রান্নার কাজে ব্যবহার হতো এই সিলিন্ডার, হঠাৎ করেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিসংযোগ শুরু হয়।
লাকসাম জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাইতে সক্ষম হয়, ওসির ভুমিকা ছিলো প্রশংসনীয় বলে দাবী করেন স্থানীয় লোকজন।
এইদিকে হোটেলের মালিক মো. হানিফ এর নিকট জানতে চাইলে কিভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটে? তিনি জানান, কাজের সময় অসতর্কতার কারণে এ দূর্ঘটনা ঘটেছে।
তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, মানুষের ভিডে আমার দোকানের ক্যাশ হতে ৩০০০ টাকা এবং আমার নিজের ব্যবহারকৃত এন্ড্রয়েড মোবাইল সেট চুরি হয়ে যায়।
স্টেশন মাষ্টার শাহাব উদ্দিন তালুকদার জানান, তাদের হোটেলের রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণটি হয়েছে, তবে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনাই।