স্টাফ রিপোর্টার : ইকবাল মোরশেদঃ
৩_ ৮_ ২০২১ কান্দিরপার ইউনিয়ন অন্তর্গত কামড্ডা গ্রামের মসজিদ বাড়ি থেকে ৩৪ কেজি গাঁজাসহ মোঃ ফারুক নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
লাকসাম থানার পুলিশ গোপন সুএে খবর পেয়ে কামড্ডা মসজিদ বাড়ি এলাকা থেকে মোঃ ফারুককে ৩৪ কেজি গাজা সহ গ্রেফতার করেন,
ফারুকের নামে থানায় মামলা আছে এবং বর্তমানে আরো একটি মামলা হয়েছে তাকে কুমিল্লা কোটে চালান করা হয়েছে।