স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদঃ
আজ লাকসাম বালিকা বিদ্ব্যালয় মাটে এান সামগ্রী বিতরণ করছেন লাকসাম পৌড়সভার মেয়র অদ্বাপক আবুল খায়ের।
উত্ত এান বিতরণি কাজে আরো অপুস্তিত ছিলেন সকল ওয়াডের কাউন্সিলর গন ও আওয়ামী লীগের সকল নেতা কর্মিরা অপুস্তিত থেকে এান কাজে সহযোগিতা করেন।
মেয়র অপুস্তিত রিক্সা শ্রমিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে রেখে এান কাজ শুরু করেন,
এতে লাকসাম পৌারসভার বিভিন্ন ওয়ার্ডের রিক্সা শ্রমিকগন অপুস্তিত ছিলেন,
অপুস্তিত শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে উত্ত অনুষ্ঠান উদ্বোধন করেন লাকসাম পৌরসভার মেয়র, অধ্যাপক মোঃ আবুল খায়ের।