মোঃ শওকত মিয়া,
লিবিয়ার সিনিয়ার প্রতিনিধিঃ
৩ সেপ্টেম্বর ২০২১ লিবিয়া বেনগাজি স্থায়ী প্রবাসী জোনায়েদ হোসেনের, পূত্র রায়হান হোসেন রাজের, “সুন্নতে খৎনা” উপলক্ষে, বেনগাজি (আল-আরোছ) কমিউনিটি সেন্টারে প্রীতি ভোজের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ, লিবিয়া কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রীতি উপহার প্রদান করা হয়।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, তার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সুধীজন ও লিবিয়া পূর্বাঞ্চল বেনগাজির বাংলাদেশী প্রবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।