স্টাফ রিপোর্টার:
সাংবাদিক ও স্থানীয় নেতাকর্মীদের তিক্ত বক্তব্যের মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরস্থ মাওনা হাইওয়ে থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় হাইওয়ে ওসি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে মাওনা হাইওয়ে থানা ভবনের সামনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ দীর্ঘদিনের মাওনা চৌরাস্তায় অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং, পথচারিদের চলার রাস্তা বন্ধ করে অস্থায়ী টং দোকান ও সৃষ্ট যানজটে সাধারণ মানুষের চরম ভোগান্তির কথা তুলে ধরেন।
জাতীয় চার নেতা পরিষদের শ্রীপুর উপজেলার সভাপতি জুয়েল মাহমুদ আসিফ বলেন, পুলিশ জনগণের বন্দু সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে।
ব্যবসায়ী ও সাংবাদিক জামাল উদ্দিন তাঁর বক্তব্যে মাওনা চৌরাস্তায় দেহ ব্যবসার কথা উল্লেখ করে দ্রুত সমাধান কামনা করেন।
শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান মাহতাব উদ্দিন বলেন, আগের এমপির সময়ে শ্রীপুরে লালবাহিনী, খুঁটি বাহিনী গঠন করে অসহায় মানুষের জমি দখল করেছে কিন্তু আমরা এসে তা বন্ধ করেছি। তবে মাদক এখনো বন্ধ করতে পারিনি। মানবিক উপশহর গঠনকল্পে মাননীয় এমপি মহোদয় দিনরাত কাজ করছেন। শীঘ্রই মাদকও চিরতরে শেষ করবেন এ অঞ্চল থেকে।
মাওনা হাইওয়ে ওসি মো.কামাল হোসেন বলেন, সবার কথাগুলো আমি নোট করেছি। সমস্যাগুলোর সমাধান দ্রুত করতে চাই। এজন্যে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর আ.লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম,
পৌর ৮ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি মো. আবুল কালাম ও যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।