শরিফ মিয়া ::
আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস। পবিত্র এই মাসের শুরুতে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক মোঃ হোসেন শাহ ফকির।
তিনি বলেছেন ‘রমজানের পবিত্রতা আমাদের নিয়ে যাক আত্মশুদ্ধি এবং আলোর পথে। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা।’
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রমজান রহমত, আল্লাহর অনগ্রহ, মাগফিরাত ও দোজখের আগুন থেকে মুক্তির মাস।
এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আমার আত্মীয় স্বজন, শুভাকাঙ্খী, প্রিয়জন ও দেশবাসীকে জানাই রমজানের শুভেচ্ছা-খোশ আমদেদ।