সৈকত জোয়ারদার বাবু;
সাভারে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এঘটনায় মুল হোতা সাহারা খাতুন পলাতক রয়েছেন।
বুধবার (১১ মে) রাত ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকার দেওয়ান মোহাম্মদ মইনউদ্দিন বিকাশের বাড়িতে এই সাজা দেন, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। এর আগে ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকেই আটক করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)
সাজা প্রাপ্তরা হলেন- রাজীব রায় (২৭), তিনি খুলনা জেলার দাকোপ থানার খোটাখাল গ্রামের রমেশ রায়ের ছেলে।
অপরজন হলেন-নরসিংদী জেলার মনোহরদী থানার কাচিকাটা গ্রামের আব্দুল হালিম ভূইয়ার ছেলে হাসিবুল হাসান (২০)। এছাড়া পলাতক রয়েছেন কুড়িগ্রাম জেলা সদরের কৃষ্ণপুর বাঘডোবারপাড় এলাকার আব্দুল বাতেনের মেয়ে সাহারা বেগম (৩৫)।
ডিবি পুলিশ জানায়, বন্যা সিকিউরিটিজ সার্ভিস প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে প্রতারণা করে আসছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে সাভারের ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় চক্রটির দুই সদস্য কে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। এঘটনায় চক্রের মুল হোতা পলাতক রয়েছে। তবে তাতে আটকের চেষ্টা চলছে।
সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বলেন, অনলাইনের মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে ৫ থেকে ৭ হাজার টাকা করে নিতো তারা। তবে কাউকেই চাকরি দিতো না। এদেরকে এনএসআই ও ডিবি পুলিশের টিম অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজীবকে ১ মাস জেল ও ১০০ টাকা জরিমানা এবং হাসিব কে ১৫ দিন জেল ও ১০০ টাকা জরিমানা করা হয়।