সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ এর বরিশাল বিভাগীয় কমিটির এক সাধারণ সভায় এক সভায় অ্যাডভোকেট আক্তারুজ্জামান বাহাদুরকে সভাপতি এবং অ্যাডভোকেট সুনাম দেবনাথকে সাধারণ সম্পাদক করে সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ’র বরগুনা জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ’র নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইফুল্লাহ নাসির, বরগুনা জেলা কমিটির আহবায়ক জিয়া উদ্দিন সিদ্দিকী,দৈনিক ভোরের কাগজের আমতলী-তালতলী প্রতিনিধি হারুন অর রশিদ প্রমুখ।