আলমগীর সাকিবঃ
বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান
স্থপতি জাতির পিতা তুমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বজ্রকণ্ঠে কি এমন ডাক দিয়েছিলে তুমি বাবা,
ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি সেদিন করতে জন্মভূমির সেবা।
শাসন করেছিলে তুমি শক্ত শাসক জয় করেছিলে দুর্জয়,
তোমার আদর্শে শাসিত আমরা বুকে নেই কোন ভয়।
স্বপ্নসোনা বাংলা তুমি একবার এসে দেখে যাও,
যে স্বপ্নে বিভোর বঙ্গজননী শেখ হাসিনার নাও।
তোমার আদর্শ বুকে ধারণ করে বাস্তবায়নে ব্যস্ত,
রাজাকারের বিচার করেছে দেশবিরোধিরা শেষস্ত।
স্বপ্ন সোনার বাংলায় রূপান্তর হয়েছে সোনায়,ডিজিটাল হয়ে বিশ্ববাজারে মাথা উঁচু করে রয়।