আব্দুস সোবাহান মিঠু:
গত ১২/০৮/২০২১ তারিখ রাত্রে অনুমান ১৯:২০ ঘটিকার সময় ভূঞাপুর থানার ডিউটি অফিসারের নিকট ফোন আসে যে,” ভুয়াপুর থানাধীন শিয়ালকোল এলাকায় একজন ৭০ বয়সী বৃদ্ধ শিয়ালকোল ব্রিজের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করিতেছে”। থানার জরুরী মোবাইল অফিসার এসআই/ জুয়েল মিয়া কে দায়িত্ব দেয়া হলে, তিনি সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায় এবং আশেপাশের লোকজনের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে, কয়েকদিন ধরেই বৃদ্ধ লোকটি এলাকায় বিভিন্ন দোকানের রুটি- কলা খেয়ে দিন যাপন করিতেছেন এবং দোকানের সামনে বেঞ্চের উপরে ঘুমায়। জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ মফিজ উদ্দিন( ৭০) পিতা-মৃত হাফিজ উদ্দিন, গ্রাম- ওসমানগঞ্জ, জেলা: ভোলা। লোকটাকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। তার কথাবার্তা ছিল অস্পষ্ট। তবুও অনেক কষ্ট করে তার প্রদত্ত ঠিকানা এবং তার ছবি দিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের এবং বিট পুলিশিং অফিসারের সহায়তায় তার ঠিকানা কনফার্ম করা হয় এবং আত্মীয়-স্বজনকে সংবাদ দিলে গতকাল তার বোনের জামাই নুর নবী এবং তার ভাই মিজানুর রহমান ভুঞাপুর থানায় আসে এবং তাদের ভাই বৃদ্ধ মফিজউদ্দিনকে পেয়ে অশ্রুসিক্ত নয়নে খুশি হন। তারা জানায় দুই বছর আগে কিছুটা মানসিক ভারসাম্যহীন তাদের এই ভাই হারিয়ে গিয়েছিল, তারা খুঁজতে থাকে ও তাদের ভাইকে পেয়ে তারা ভূঞাপুর থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করে। সেই সাথে বাংলাদেশ পুলিশকেও ধন্যবাদ জ্ঞাপন করে।
প্রতিটা মানুষ তার আপন ঠিকানার সাথে মিশে থাকুক, এই প্রত্যাশায়।