

মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধি:
মহম্মদপুর উপজেলায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউানের নিষেধাজ্ঞা বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল থেকে সেনা বাহিনী ও উপজেলা পুলিশ প্রশাসন যৌথ মহড়া, সচেতনমুলক প্রচারণা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার জনাব রামানন্দ পাল এবং সহকারী কমিশনার ভূমি জনাব হরেকৃষ্ণ অধিকারি সুমন।
গেল কয়েক দিন ঢিলেঢালা লকডাউনে গণপরিবহন বন্ধ ব্যতীত সব কিছুই ছিল অনেকটা স্বাভাবিক। এখন সর্বাত্মক লকডাউন ঘোষনার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে পাল্টে যায় এ উপজেলার চিত্র।
খোলা হয়নি কাচা বাজার নিত্যপণ্য, জরুরি ঔষধের দোকান ব্যতীত অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক গুলোতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের অপ্রতুল ছোট ছোট যানবাহন ছাড়া চলেনি কোন যানবাহন। বন্ধ ছিল সরকারি-বেসরকারি অফিস।
উপজেলা সদর বাজার সহ সকল হাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রামানন্দ পাল ও সহকারি কমিশনার (ভূমি) হরে কৃষ্ণ অধিকারী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।