মোঃমহিউদ্দীন খাঁন।মৌলভীবাজার প্রতিনিধিঃ
আজ ০১ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসানের নেতৃত্বে সেনাবাহিনী,বিজিবি, পুলিশ,র্যাব, আনসার এর সমন্বয়ে মৌলভীবাজার শহরে সকাল ৯ঃ৩০ – ১১ঃ৩০ পর্যন্ত যৌথ টহল পরিচালিত হয়।
পরবর্তীতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সদয় অনুমতি এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রুমানা ইয়াসমিনের নির্দেশনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা শহরে ও সকল উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার কতৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্টে ১৬৭ ব্যক্তিকে ৮৯,৯০০ টাকা অর্থদন্ড দন্ডিত করেন।
এছাড়া মৌলভীবাজার জেলা এবং উপজেলার সকল মসজিদে মাইকিং করে জনগণকে অতিজরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে উদ্ধুদ্ধ করা হয়। কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকারের সকল সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন মৌলভীবাজার বদ্ধপরিকর।