শেখ ফজলে রাব্বি:
দীর্ঘ আট মাস যাবত মই দিয়ে ১০ ফুট উঁচু দেয়াল টপকিয়ে নিজ বাড়িতে যাতায়াত করছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শহরের একটি দরিদ্র পরিবার। চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় শিশু, বয়োবৃদ্ধ ও নারীসহ পরিবারের সবাই একইভাবে যাতায়াত করছেন। রাস্তা বন্ধ থাকায় পরিবারের লোকজন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলা শহরের নামাপাড়া গ্রামের বাসিন্দা ফকির আলী প্রায় বিশ বছর আগে জমি কিনে বসবাস শুরু করেন। পাশেই ফিরোজ মিয়া নামে জনৈক ব্যক্তিও জমি কিনেন। জমির পূর্ব মালিকরা এলকাবাসীদের চলাচলের জন্য ৬ ফুট প্রশস্ত রাস্তা দিয়েই জমি বিক্রি করেন। প্রায় ত্রিশ বছর যাবত ওই রাস্তা দিয়ে ফকির আলীসহ এলাকার লোকজন যাতায়াত করে আসছে। কিন্তু হঠাৎ করে ফিরোজ মিয়া ইট দিয়ে ওয়াল করে রাস্তাটি বন্ধ করে দেন। ফলে ফকির আলীর পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। বর্তমানে মই দিয়ে ১০ ফুট উঁচু দেয়াল টপকিয়ে নিজ বাড়িতে যাতায়াত করে আসছেন। বাড়ির শিশু, মহিলা ও বয়োবৃদ্ধরাও অতিকষ্টে একইভাবে চলাচল করে আসছে। এই নিয়ে একাধিকবার গ্রাম সালিস বসেও কোন সমাধান করতে পারেনি।