রূপসা প্রতিনিধি:মিলন সাহাঃ
রূপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া তাসমিন, ভ্রাম্যমাণ আদালত পরিচারনা করেন, সাথে ছিলেন রুপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশারফ হোসেন,ও সেনাবাহিনীর ক্যাপ্টেন কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম।
আজ সকালে আলাইপুর বাজারে মাক্স বিতরন করেন এবং বলেন দোকান দার মাক্স পরে বিক্রি করবেন আর মাক্স ছাড়া কোন ক্রেতা ক্রয় করতে আসলে তাদের কাছে কোন কিছু বিক্রয় করবেন না।
সেখান থেকে আসেন পালেরহাট বাজার গিয়ে তিনি মাক্স বিতরন করেন এবং সচেতনতা মুলক পরামর্শ দেন। লকডাউনের ২য় দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা,বিভিন্ন স্থানে জরিমানা করেন, দূরজনি মহল আমতলার হাটে ক্রেতা ও বিক্রেতাদের ক্রেতার মাক্স না থাকার কারনে দুই জন কে জরিমানা করেন। পতিমধ্যে দেখেন মাঠে ফুটবল খেলছে যুবকরা তাদেরকে বুঝিয়ে বাড়িতে পাঠান তারা।
সরকারী বঙ্গুবন্ধু কলেজের পূর্ব পাশে আইচগাতী বাজারে দোকানদারের মাক্স না পরে থাকায় দুই জন কে জরিমানা করেন এবং মাক্স বিতরন করেন তাবলিক জামাতের লোকদের। এসময় তিনি বলেন বাড়ি থেকে মহান আল্লাহ তালার কাছে সুকরিয়া আদায় করতে এবং দেশ বাসির কল্যানে সকলের জন্য দোয়া করতে বলেন যেনো এই করোনা ভাইরাস মহামারি রোগ :থেকে আমরা যেনো রক্ষা পাই।তারপর তিন সেনের বাজার ঘাট পরিদর্শন করেন এবং সেখানে সচেতনা মূলন পরামর্শ দেন নৌকার মাঝি ও পথচারিদের ও মাক্স বিতরন করেন।