মোঃমহিউদ্দীন খাঁন কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
সরকার ঘোষিত দেশে চলমান সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে মৌলভীবাজারের কমলগঞ্জে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শুক্রবার (২জুলাই)দুপুরে কমলগনঞ্জের শমশেরনগর বাজারে উপজেলা প্রশাসন,পুলিশ সেনা বাহিনী ও বিজিবি সদস্যদের কঠোর অবস্থান লক্ষ করা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নাসরিন চৌধুরীর নেতৃত্বে শমশেরনগর বাজারে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত ও লকডাউন কার্যকরে অভিযান চলে।এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেনসহ সেনা বাহিনী,বিজিবি ও শমশেরনগর পুলিশ ফারির সদস্যরা উপস্থিত ছিলেন।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক জানান,সরকারি নির্দেশনা কার্যকর করতে কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কঠোর লকডাউন বাস্তবায়নে অব্যাহত থাকবে উপজেলার সর্বত্র।