সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ :
“আমরা থাকবো সত্যের সাথে” অন্তত
আমিও থাকবো সত্যের সাথে অনন্ত
কালের গভীরে মুহুর্ত শেষ পর্যন্ত
নীলাভ জলরাশি সমুদ্রের অনন্ত।
আকাশে তারার মেলা দেখি না মেঘলা,
আষাঢ়ে বাদল নামে ঘরেতে একলা;
নীরবতা সড়কের ধূঁ ধূঁ মাঠ ভরা
জনমানবহীন সড়কের অবেলা।
করোনা ভাইরাস মহামারি রূপেতে
ধরাধামে আসে দৈত্য-দানবের সাথে
প্রতিরোধ গড়ে তুলি করোনার যুদ্ধে
আমিও থাকবো এবার সবার সঙ্গে।
হাসিনার বাংলাদেশ উন্নয়নে যারা
বুদ্ধিজীবি পেশাজীবি সাংবাদিক তারা,
শ্রমজীবি মানুষের সাথে কর্মকর্তা
লুটপাট করবে না যেন সতর্কতা।
কোভিড উনিশের করোনা ভাইরাস
পৃথিবীময় ছড়ালো ভয়ঙ্কর ত্রাস
উন্নয়নে মহাসড়কে আমরা বাস
জীবন যুদ্ধে বিজয়ী শ্রেষ্ঠ বাংলাদেশ!
লক ডাউন শাটডাউন করোনায়
গাড়ী ঘোরা নাই পথে থাকি ঘরোনায়
জনশূন্য রাজপথে ফাঁকায় ফাঁকায়
ঘরের বাইরে যেতে মন নাহি চায়।
লক ডাউনে না হলে শাট ডাউনের
বুদ্ধিজীবি চিন্তা করে হার্ট ডাউনের?
তবুও যদি শুনে না হার্ট অ্যাটাকের
সর্বশেষ বাংলাদেশে মৃত্যু মানুষের।
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্স সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।
সহ-সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ
ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশ।
আহবায়ক
খাগড়াছড়ি পার্বত্য জেলা
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন।