এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
আজ শুক্রবার যশোর সদর উপজেলায় ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোগের অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায়। আজ শুক্রবার যশোর সদর উপজেলায় অসহায় গরীব দুস্থ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যশোর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কাজী নাবিল আহমেদ (এমপি), দিক নির্দেশনায় যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন বিপুল, এর সহায়তায় মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী কঠোর বিধি-নিষেধ প্রতিপালনে শুরু হয়। ১ জুলাই থেকে ৭ দিনের লকডাউন। আজ লকডাউন এর ২য় দিন লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন বাসীর জন্য ক্ষুদ্র প্রচেষ্টা শুরু হয়। অত্র ইউনিয়নের পদপ্রার্থী চেয়ারম্যান রাজু আহমেদ এর তত্ত্বাবধানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গঠিত হয়েছে দক্ষ ১ টি স্বেচ্ছা সেবক টিম যাদের মাধ্যমে পৌছে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। শুধু ফেসবুক স্টাটাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোগের অতিমাত্রায় বৃদ্ধির কারণে লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য সংকট দূর করার লক্ষ্য নিয়ে নিজেদের ক্ষুদ্র প্রচেষ্টায় অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নের পদপ্রার্থী চেয়ারম্যান রাজু আহমেদ, শুরু হল গরীব দুস্থ কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম। স্বেচ্ছা সেবকদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মধ্যে থাকছে চাউল, ডাউল, পেঁয়াজ, রসুন, আলু, ও সোয়াবিন তেল লবণ প্যাকেট করে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সঙ্কটে পড়া উপযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করে স্বেচ্ছা সেবকদের মাধ্যমে গরীব দুস্থ কর্মহীন মানুষের দুয়ারে দুয়ারে খোঁজ নিচ্ছেন গরীব দুস্থ কর্মহীন মানুষের পাশে অত্র ইউনিয়নের পদপ্রার্থী চেয়ারম্যান রাজু আহমেদ আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোগের অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় সরকারি প্রজ্ঞাপন জারিকৃত ৭ দিনের লকডাউন করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের হওয়া নিষেধ। কর্মহীন অসহায় গরীব দুস্থ মানুষের চিন্তা করে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সহায়তার প্রতিশ্রুতি করেন। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে চান। এছাড়াও আরও বলেন যতদিন মহামারী থাকবে ততদিন আমি আমার প্রচেষ্টায় সাধ্যমত ত্রাণ সামগ্রী বিতরণ করব “ইনশাআল্লাহ”।