

সেলিম চৌধুরী পটিয়াঃ-
করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রাদুর্ভাবের মধ্যে অসহায়-কর্মহীন-দু্স্থ ও ভাসমান মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত পটিয়া রেলওয়ে ষ্টেশনসহ বিভিন্ন স্থানে খাবার বিতরণ করছেন পটিয়া পৌরসভা মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের
সহ-দপ্তর সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক দিদারুল আলম। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দৈনিক জনতা’র সাংবাদিক সেলিম চৌধুরী, সরকারি কর্মচারী মোহাম্মদ দিদার প্রমুখ। সমাজ সেবক দিদারুল আলম ২০২০ সালে মার্চ মাসে করোনাকালীন শুরু থেকে আজ পর্যন্ত তার ব্যাক্তিগত ও পারিবারিক অর্থয়ানে সামর্থ্য অনুযায়ী গরীব অসহায়-দুস্থ কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ করছেন। এছাড়াও তিনি করোনা শুরু থেকে জঙ্গলখাইন ইউনিয়ন ত্রাণ সামগ্রী,রমজান মাসে ইফতার সামগ্রী এবং করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করোনা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবত। গত ২জুলাই ২১ ইং সোমবার রাতে খোঁজ খবর নিয়ে পটিয়া রেলওয়ে ষ্টেশনে অভুক্ত মানুষকে স্থানীয় একটি হোটেল নিয়ে খাবার খাওয়ান।মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গরীব মানুষের সহায়তায় কাজ করে যাওয়ায় পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের এলাকাবাসীর কাছে প্রশংসিতও হচ্ছেন বলে জানিয়েছেন এলাকার লোকজন। দিদারুল আলম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মেধা, দক্ষতা, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত সফলতার সাথে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলা করে যাচ্ছেন।শেখ হাসিনা এ দুর্যোগকালীন আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেছেন। ওই নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন স্থানে মানুষের মাঝে খাদ্য সামগ্রীর ও করোনাভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করে যাচ্ছি। তিনি বলেন, আমার সামর্থ অনুযায়ী অসহায়, কর্মহীন মানুষকে খাবার দিয়ে যাচ্ছি। বিপদে-আপদে আমি তাদের পাশে আছি, ভবিষ্যতে থাকবো। করোনাভাইরাস সমস্যা দূর না হওয়া পর্যন্ত কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে বলে জানান।