পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা:
দর্শক নন্দিত টেলিভিশন এনটিভি’র ১৯-তম বর্ষে পা রাখার শুভক্ষনে জম্মদিনের ক্ষুদ্র আয়োজন ছিল পটুয়াখালীতে। আজ ৩ জুলাই বর্ষন বিধৌত দুপুরে পটুয়াখালী পৌরসভা চত্বর ও সংলগ্ন সড়কে মাস্ক বিতরন এবং বৃক্ষ রোপন কার্যক্রমের মধ্য দিয়ে শুভ দিনটির শুভ সূচনা করেন পৌরসভা মেয়র মহিউদ্দিন আহমেদ।
দর্শক নন্দিত টেলিভিশন এনটিভি পটুয়াখালী জেলাবাসির পরিচিত ও প্রচ্ছন্দের টেলিভিশন এটা যেমন ইতি কথা । ঠিক তেমনি দর্শক নন্দিত টেলিভিশন এনটিভি’র নিয়মিত সম্প্রচার অনুষ্ঠান মালা নাটক,ছবি,সংবাদ,বিনোদন দর্শক প্রচ্ছন্দর তালিকায় সকলের সীর্ষে । ১৯-তম বর্ষে পা রাখার শুভক্ষনে জম্মদিনের ক্ষুদ্র আয়োজন ছিল পৌরসভার মুল ফটকে ৫০টি আমলকি আর আমরা চারা রোপন এবং শতাধিক বিভিন্ন যান চালক ও যাত্রীদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরন করা হয়।
এ সময় এনটিভি পটুয়াখালী স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাস, স্বাস্থ্য কর্মকর্তা ভবানি শংকর সিংহ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ,মো.কাজী মামুন,জলিলুর রহমান সোহেল,মো:এনামুল,মো,মোস্তাক আহমেদ,সম্বু সাহা,আলীম খান সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।