রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
বগুড়ার নন্দীগ্রামে কঠোর অবস্থানে প্রশাসন,৩ জনের ৫শ টাকা জরিমানা। লকডাউন সফল করতে বগুড়ার নন্দীগ্রামে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করে। নন্দীগ্রাম উপজেলায় লকডাউন সফল করতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত অভিযানে নেমেছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টহল জোরদার রয়েছে। এ কারণে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, হাট-বাজার প্রায় জনশূন্য। শনিবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত নন্দীগ্রাম সদর, কুন্দার হাট, ওমরপুর, রণবাঘা, নামুইট, শিমলা, ভাটরা ও কুমিড়া পন্ডিতপুকুর বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাত’র ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের ৫শ’ টাকা জরিমানা করে। তিনি উপজেলাবাসীকে লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দিকনির্দেশনা দেন।