গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলায় চলছে আমচাষী সহ আম ব্যবসায়ী ও আড়তদারদের আনাগোনা।আষাঢ় শ্রাবণ ২ মাস ব্যাপী চলবে ব্যাবসায়ী আড়তদারের আনাগোনা।তবে আড়তে নিয়োজিত মজুদকারী সহ কাজের লোক জন লক ডাউন স্বাস্থ্য বিধি না মেনেই চলছে ওপেন মাস্ক ছাড়া।
সরেজমিনে দেখা যায়,আম ব্যাবসায়ীরা লক ডাউন বিধি তো মানছেই না আর স্বাস্থ্য বিধি ও মানছে না কেউ।আম ব্যবসায়ীর আড়ত ঘুরে দেখা যায়,মাস্ক বিহীন গন জমায়েত করে কাজ করে চলছে ঠাকুরগাঁও সদর,বালিয়াডাঙ্গী,রানীশংকৈল,হরিপুর,পীরগঞ্জ উপজেলার বিভিন্ন আড়তে।ভেলাতৈড় আদর্শ উচ্চ বিদ্যালয় ও ভেলাতৈড় আদর্শ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে আম ব্যাবসায়ীরা গড়ে তোলেছেন আমের আড়ত।
বর্তমান চলমান কোভিড-১৯ এর প্রকোপ বৃদ্ধি হয়েছে।সকল আমের আড়তে জন সমাগম লোকজনে মুখে মাস্ক দিয়ে স্বাস্থ্য বিধি মেনে কাজ করা প্রয়োজন।