নিজস্ব প্রতিবেদনঃ
জাতীয় দৈনিক সুপ্রভাত উত্তরবঙ্গ ও t news পত্রিকা ও চ্যানেল এর সাংবাদিক সোহেল রানা’র শুভ জন্মদিন । তিনি ১৯৯৮ সালের জুলাই মাসে এই দিনে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার খুলিয়াতারী গ্রামে জম্মগ্রহন করেন ।
তিনি সাংবাদিকতায় বিশেষ অবদান রেখে,বর্তমানে বাংলাদেশে মফস্বল সাংবাদিক ফোরাম রাজারহাট উপজেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন,লিখে গেছেন প্রত্যন্ত এলাকার অসহায়দের কথা,তার লিখনীতে উঠে এসে সমাজের সকল অনিয়মের কথা।তিনি একজন সামাজিক সংগঠন প্রিয় মানুষ।ব্যক্তিগত জীবনে বেশকিছু সেবামূলক সংগঠন এ নেত্রীত্ব দিয়ে ছিলেন।
তিনি সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার । সাংবাদিক সোহেল রানা তার এই জম্মদিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সুপ্রভাত উত্তরবঙ্গ ও t news পত্রিকা ও চ্যালেনের পক্ষ থেকে তার জম্মদিনে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএস) সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন'”মোমবাতির আলোর ন্যায় প্রজ্জ্বলিত হোক সাংবাদিক সোহেল রানা এর জীবনের প্রতিটি মুহূর্ত।”যা হবে জনকল্যাণে ও জাতীয় স্বার্থে।