সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
সারাদেশে করোনা সংক্রমণ রোধে জারি করা ‘কঠোর বিধিনিষেধ‘ মানার চতুর্থ দিন আজ। রবিবার সকালে দেখা যায়,আমতলী পৌর শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে দেখা যায় ফাঁকা রাস্তায় লোকজন ঘুরে বেড়াচ্ছেন। কেউ রিকশা নিয়ে বের হয়েছেন,কেউবা পায়ে হেঁটে ।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে পড়লে দিচ্ছেন নানান অজুহাত। তাদের বাহিরে বের হওয়ার কারণ জানতে চাইলে নানান অজুহাতের কথা তুলে ধরছেন। অনেক সময় অযৌক্তিক কারণ শুনে বিব্রত হচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
চতুর্থ দিনে নানা অজুহাতে মানুষ রাস্তায় বের হচ্ছেন। তাদের ঘরে ফেরাতে রীতিমত যুদ্ধ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সকাল ১০ টার দিকে শহরের প্রধান কাঁচাবাজারে কিছুটা ভীর থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাজার মোটামুটি ফাঁকা হয়ে যায়। তবে কাঁচাবাজারে অনেকে মাস্কবিহীন কেনাকাটা করতে দেখা যায়। এছাড়াও, কিছু রিকশা, মোটর সাইকেল এবং পন্যবাহী যানবাহন চলাচল করছে।
এদিকে,মূল সড়কে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করলেও শহরের পাড়া-মহল্লায় বের হওয়া মানুষদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এমনকি প্রশাসনকে ফাঁকি দিয়ে অলিগলিতে চলছে আড্ডা।
অন্যদিকে,শহরের বিভিন্ন মার্কেটের সামনে দোকানীদের বসে থাকতে দেখা গিয়েছে। কোন ক্রেতা যখন তার প্রয়োজনীয় জিনিস লাগছে ওই বিক্রেতাদের বললে তার কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সেটি তারা বিক্রি করছেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন,মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছে আমারা প্রত্যেকের কাছে কারণ জানতে চাচ্ছি এবং তা যাচাই বাছাই করছি। যে সমস্ত গাড়ি কঠোর বিধিনিষেধের আইন অমান্য করছেন তাদের মামলা দেওয়া হচ্ছে।