এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
শনিবার যশোরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ জন। প্রতিদিনই যশোর জেলায় মৃত্যুর সংখ্যা ক্রমাগত ভাবে বেড়েই চলেছে কিছুতেই কমছে না কোভিড-১৯, করোনা ভাইরাস সংক্রমণ রোগের আক্রান্ত সংখ্যা দিন দিন অতিক্রম করছে।
৩ জুন শনিবার দুপুর থেকে ৪ জুন রবিবার দুপুর পর্যন্ত। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জন। যশোর ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে তারা সবাই মারা গেছেন।
করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে সবার মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশ বয়স ৬০ থেকে ৮০ বছরের মধ্যে। একই সময়ের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার শেষে নমুনার পরীক্ষার ফলাফল আসে তাতে আরো ৭৫ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ রোগ শনাক্ত হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন, যশোর জেলার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন।
যশোর জেলার সিভিল সার্জন সংবাদ মাধ্যমে সাংবাদিকদের জানিয়েছেন, যশোর জেলায় করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি ভয়াবহ। যশোর জেলায় প্রতিদিনই করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমাগত ভাবে বেড়েই চলেছে। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে যশোর জেলায় পুলিশ-র্যাব-সেনাবাহিনী-বিজিবি ও আনসার সদস্যরা মাঠে কাজ করছে। আগামী আরো ১ সপ্তাহ যশোরে করোনা ভাইরাসের সংক্রমণ রোগের রোগী আরো বাড়তে পারে বলে তিনি জানান। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকে কঠোর বিধি-নিষেধ স্বাস্থ্য বিধি মানতে সচেতনা মূলক পরামর্শ দেন। যশোর জেলার সিভিল সার্জন।