মোঃ মোজাম্মেল হোসেন বাবু রাজশাহীঃ
দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা রাজশাহী সদর হাসপাতাল চালু হতে যাচ্ছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সদর হাসপাতালটি চালুর জন্য আবেদন করা হয়েছিল। কজের জন্য প্রশাসনিক অনুমদন পাওয়া গেছে। তারা আমাদের জানিয়েছে আপনারা কাজ শুরু করেন।
দেড়শো শষ্যার প্রাথমিক ভাবে হাসপাতালটি চালু করতে ব্যায় ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির পর এমনটাই জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী।
হাসপাতালটিতে থাকছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ও ১৫ টি আইসিইউ বেড।
বর্তমানে পিডব্লিউডির অধীনে হাসপাতালটির অবকাঠামো সংস্কারের কাজ শুরু হয়েছে। হাসপাতালটি চালু হতে প্রায় ২ থেকে আড়ায় মাস সময় লাগতে পারে। এর পর সদর হাসপাতালটি ব্যবহার করা যাবে বলে তিনি জানান।
করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা চালু হওয়ায় রামেক হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ রোগীদের দূর্ভোগে পড়তে হয়। শীঘ্রই এমন সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেয়ার মাধ্যমে রাজশাহী সদর হাসপাতালের কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
শামীম ইয়াজদানী আজ রোববার সকালে সাংবাদিকদের ব্রিফিং এ জানান, যখন আমাদের হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ৫০ শতাংশ রোগী ছিলো। তখন আমাদের লকডাউন দিতে হতো। এখন সব জায়গায় ছড়িয়ে গেছে। লকডাউন দিতে একটু দেড়ী হয়ে গেছে। লকডাউন দিয়ে, জীবন নিয়ে চিন্তা করলে হবে না- জীবিকার নিয়েও চিন্তা করতে হবে। লকডাউন চলছে- আমরা আশা করছি একটা ফল পাব।
রামেক হাসপাতালের পরিচালক জানান, হাসপাতালে গ্রামের রোগীগুলো আসছে শেষ সময়ে। তাদের মধ্যে সচেতনা কম। করোনায় কি করতে হবে, এই আইডিয়াটা তাদের নাই। তবে এখন গ্রামের মানুষও সচেতন হয়েছে। আশা করছি করোনায় আক্রান্ত কমবে । এছাড়া করোনা চিকিৎসায় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করছেন।