লকডাউনের চতুর্থ দিনে পটিয়ায় স্বাস্থবিধি না মানায় ১৩৫০ টাকা জরিমানা
সেলিম চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ-
চট্টগ্রামের পটিয়ায় লকডাউনের চতুর্থ দিনে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৯টি মামলা দিয়ে ১ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ জুলাই) দুপুরে উপজেলার হাইদগাঁও ইউনিয়ন ও পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থবিধি না মেনে দোকান পরিচালনা ও মাস্ক না পরায় এ অভিযান পরিচালনা করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন।
তাছাড়া উপজেলায় লকডাউন বাস্তবায়নে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ চেকপোস্ট পরিচালনা করলেও সিএনজি ও ব্যাটারিচালিত রিকসা চলাচল বৃদ্ধি পেয়েছে।অন্যদিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জনের করোনা নমুনা পরীক্ষা করে ২ বছরের শিশুসহ ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে হাসাপাতালের ল্যাব টেকনিশিয়ান সাজু বড়ুয়ুা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category