স্টাফ রিপোর্টারঃ
‘মাস্ক পড়ি স্বাস্থ্যবিধি মেনে’চলি করোনা মুক্ত বাংলাদেশ গড়ি’ এই স্লোগানে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও গাজীপুর জেলা আওয়ামী বাস্তহারালীগের সভাপতি ও গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শেখ মোঃ আমিনুল ইসলাম । ২ জুলাই শুক্রবার দিনব্যাপী শারফুল ইসলাম তার কর্মীদের সাথে নিয়ে গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামসহ বিভিন্ন মহল্লায় সাধারণ মানুষের মাঝে মাস্ক পড়িয়ে দেন এবং দোকানপাটসহ রাস্তার বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রী ও পথচারীদের মাঝে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সকলকেই সচেতনতা ও মাস্ক বিতরণ করেন।গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোঃ আমিনুল ইসলাম বলেন,সারাদেশে করোনার দ্বিতীয় ধাপ মহামারী আকারে ধারণ করায় জনসাধারণের স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করেন সকলকেই।তিনি আরো বলেন,সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে,করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সকলকেই সচেতনতা হতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে।বিনাকারণে ঘর থেকে বাহিরে না যাওয়া, করোনার সংক্রমণ প্রতিরোধ এবং বাধ্যতামূলক মাস্ক পরিধান করার জোর দাবি জানান , এবং সকলকেই ঘরে থাকার আহ্বান জানান।আমিনুল ইসলাম আরো জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহামারী করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন,এবং সকলকেই মাস্ক ব্যবহার করতে, ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না যাওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।পরিশেষে আমিনুল ইসলাম বলেন, জনসচেতনতা ও মাস্ক বিতরণের কাজ অব্যাহত থাকবে।